
ঢাকা, ২১ জুন:
বাংলাদেশকে ৫০ কোটি মার্কিন ডলার বাজেট সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার কোটি টাকার সমপরিমাণ। শনিবার (২১ জুন) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় এই ঋণ অনুমোদন দেওয়া হয়।
বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সহায়তা ব্যবহার করা হবে বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা, জবাবদিহি ও স্থিতিশীলতা বাড়াতে। বিশেষ করে সরকারি রাজস্ব আহরণ ব্যবস্থার সংস্কার, করনীতিতে স্বচ্ছতা, ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়ন এবং ই-প্রকিউরমেন্ট চালুর মাধ্যমে দুর্নীতির ঝুঁকি হ্রাসের লক্ষ্যে এ অর্থ ব্যয় করা হবে।
এর আগে, চলতি মাসেই বাংলাদেশকে ৫০ কোটি ডলারের বাজেট সহায়তা অনুমোদন দেয় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ফলে জুন মাসের শেষ নাগাদ বাংলাদেশ প্রায় ১০০ কোটি ডলারের বাজেট সহায়তা পেতে যাচ্ছে।
এ ছাড়া আগামী সোমবার (২৪ জুন) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বোর্ড সভায় বাংলাদেশ দুটি ঋণ কিস্তিতে আরও ১৩০ কোটি ডলারের অনুমোদন পেতে পারে বলে জানা গেছে। এসব সহায়তা দেশের সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।