ফুডপান্ডার এমডিসহ ছয়জনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির চার মামলা

ঢাকা, ৩ জুলাই:
প্রতারণা, জাল-জালিয়াতি ও হুমকির অভিযোগে ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দা আমবারীন রেজাসহ ছয়জনের বিরুদ্ধে ঢাকার আদালতে পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহর আদালতে মামলাগুলো করেন ফার্স্ট টেলি সেলস কোম্পানির স্বত্বাধিকারী শিহাব মাহমুদ। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী কাজী মফিজুল ইসলাম।

আইনজীবী জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং অভিযোগগুলো আমলে নিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করেছেন।

মামলার এজাহারে বলা হয়, শিহাব মাহমুদ ফুডপান্ডার সহযোগী প্রতিষ্ঠান পান্ডামার্টের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করেছিলেন। তবে প্রতিশ্রুতি অনুযায়ী চুক্তি বাস্তবায়ন না করে ফুডপান্ডার সংশ্লিষ্টরা জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বাদীর প্রায় ৫ কোটি ৬০ লাখ টাকার ক্ষতি করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ফুডপান্ডা বাংলাদেশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে অভিযোগগুলোকে “সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন” বলে দাবি করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “এই মামলা আমাদের ও আমাদের কর্মীদের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা। এসব ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ বিবেচনা করছি।”

ফুডপান্ডা একটি আন্তর্জাতিক খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান, যার কার্যক্রম বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চালু রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *