
বাংলাদেশ ব্যাংক ২০২৪-২৫ অর্থবছরের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে, যেখানে নীতি সুদহার বা রেপো রেট ১০ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের সদর দফতরে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি জানান, মূল্যস্ফীতির হার ৭ শতাংশের নিচে নেমে এলে সুদহার হ্রাসের সম্ভাবনা রয়েছে। তবে এর আগ পর্যন্ত রেপো হার ১০ শতাংশেই স্থির থাকবে। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭.২ শতাংশ।
গভর্নর আরও জানান, স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির হার ১১.৫ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির হার ৮ শতাংশেই রাখা হয়েছে। মূল্যস্ফীতি কিছুটা কমেছে, তবে এখনো কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি। অর্থনীতির ভারসাম্য রক্ষায় এ ধরণের কঠোর আর্থিক নীতির প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশ ব্যাংক মনে করছে, মুদ্রানীতির এই ধারাবাহিকতা বজায় রাখলে বাজারে মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণে থাকবে এবং টাকার মানও স্থিতিশীল রাখা সম্ভব হবে।
মুদ্রানীতি এমন একটি আর্থিক হাতিয়ার, যার মাধ্যমে বাজারে মুদ্রার পরিমাণ, সুদের হার ও মুদ্রার মান নিয়ন্ত্রণ করা হয়। বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, টেকসই প্রবৃদ্ধি অর্জন ও বৈদেশিক মুদ্রার স্থিতিশীলতা নিশ্চিত করতে এই নীতির গুরুত্ব অপরিসীম। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ২০২২ সালের মে মাস থেকে এ পর্যন্ত রেপো রেট ১১ বার বাড়িয়েছে, যার সর্বশেষ বৃদ্ধি হয় ২০২৩ সালের অক্টোবর মাসে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে এ হার কমানো হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন গভর্নর।