
ঢাকা, ৩১ মে ২০২5 — বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ব্যবস্থায় জুন মাসের জন্য দেশের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক গ্যাজেট বিজ্ঞপ্তিতে শনিবার (৩১ মে) জানানো হয়, ডিজেলের দাম ২ টাকা কমিয়ে প্রতি লিটার ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। অকটেন ও পেট্রোলের দাম যথাক্রমে ৩ টাকা করে কমিয়ে ১২২ টাকা এবং ১১৮ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম পুনরায় ১০৪ টাকায় নির্ধারণ করা হয়েছে, যা পূর্ববর্তী মূল্যের সঙ্গে অপরিবর্তিত থাকছে।
নতুন এ মূল্যহার আগামীকাল, ১ জুন ২০২5 থেকে কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ মাস থেকে সরকার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের দাম নির্ধারণের ব্যবস্থা চালু করে। এই পদ্ধতির আওতায় প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের মূল্য পরিস্থিতি অনুযায়ী দেশে নতুন দাম নির্ধারণ করা হচ্ছে।