
ঢাকা, ২৯ জুন — জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশনসহ সংশ্লিষ্ট সব পর্যায়ের চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ হিসেবে ঘোষণা করেছে সরকার।
রোববার (২৯ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিবৃতিতে সতর্ক করে বলা হয়, যদি এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা অনতিবিলম্বে কাজে না ফেরেন, তাহলে সরকার আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
বিবৃতিতে বলা হয়, দেশের বাজেট ব্যবস্থাপনায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্বল রাজস্ব সংগ্রহ ব্যবস্থা। প্রয়োজনের তুলনায় রাজস্ব আদায় উল্লেখযোগ্যভাবে কম, যার প্রধান কারণ হলো এনবিআরের ব্যবস্থাপনায় নানা অনিয়ম, দুর্নীতি এবং কাঠামোগত দুর্বলতা।
এই পটভূমিতে, অন্তর্বর্তী সরকার সকল অংশীজনের পরামর্শক্রমে এনবিআর পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। তবে সরকার উদ্বেগ প্রকাশ করে জানায়, রাজস্ব সংস্কারের কাজকে বাধাগ্রস্ত করতে কিছু কর্মকর্তা-কর্মচারী গত দুই মাস ধরে আমদানি-রফতানি ও রাজস্ব সংগ্রহ কার্যক্রম ব্যাহত করে আন্দোলনের নামে অনৈতিক ও অগ্রহণযোগ্য পরিস্থিতি তৈরি করেছেন।
প্রেস বিবৃতিতে আরও বলা হয়, আন্দোলনের আড়ালে তারা অর্থবছরের শেষ দুই মাসে রাজস্ব আদায় কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটিয়েছে। এটি একটি পরিকল্পিত ও অপচিন্তিত কর্মসূচি, যা জাতীয় স্বার্থ ও নাগরিক অধিকার পরিপন্থী।
সরকার দাবি করে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার আহ্বান জানানো হলেও তারা তা উপেক্ষা করে অনমনীয় অবস্থান নিয়েছে এবং দেশের অর্থনীতির ক্ষতি করে চলেছে।
এই অবস্থায়, আমদানি-রফতানি ও বৈদেশিক বাণিজ্য স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিবৃতিতে বলা হয়, “আমরা আশা করি, কর্মকর্তারা দ্রুত কর্মস্থলে ফিরবেন এবং আইনের বাইরে কোনো কর্মসূচি থেকে বিরত থাকবেন। অন্যথায়, জাতীয় স্বার্থে সরকার প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।”
Ask ChatGPT