এলপিজির দাম কমলো ৩৯ টাকা, কমেছে অটোগ্যাসের দামও

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই দাম ছিল ১ হাজার ৪০৩ টাকা।

বুধবার (২ জুলাই) বিইআরসি এ নতুন দাম ঘোষণা করে, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এছাড়াও কমানো হয়েছে পরিবহন ও যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম। প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। জুন মাসে এই দাম ছিল ৬৪ টাকা ৩০ পয়সা।

এর আগে জুন মাসেও এলপিজি ও অটোগ্যাসের দামে সামান্য হ্রাস করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমানো হয়েছিল।

বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম কমার প্রেক্ষিতে অভ্যন্তরীণ বাজারে এই মূল্য হ্রাস করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *