
ঢাকা, ৫ জুন:
এবার কোরবানির পশুর বাজারে গরুর দাম তুলনামূলক কম এবং মজুদও পর্যাপ্ত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এবার আওয়ামী লীগের দুর্নীতিবাজরা নেই, তাই বড় গরুর প্রতি মানুষের আগ্রহ কিছুটা কম।”
বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আইনশৃঙ্খলায় সন্তুষ্টি প্রকাশ
হাট পরিদর্শন শেষে সার্বিক ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “বাজারে ক্রেতা-বিক্রেতারা স্বাচ্ছন্দ্যে লেনদেন করছেন। কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার খবর নেই।”
তিনি আরও জানান, ঈদের ছুটিতে রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করে যাচ্ছে।
চন্দ্রায় যানজট, নজরদারিতে পুলিশ
কুরবানির পশুবাহী গাড়ির কারণে গাজীপুরের চন্দ্রা এলাকায় যানজট কিছুটা বেশি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে, আইজিপি নিজেই এসব তদারকি করছেন।”
তিনি আশা প্রকাশ করেন, কোরবানির আগের ও পরের দিনগুলোতেও জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারবে এবং কোরবানির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।