এনবিআর কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান অর্থ উপদেষ্টার: ‘আন্দোলন যা হবার হয়েছে, এখন কাজ করুন নিরপেক্ষভাবে’

জাতীয় স্বার্থের বিরুদ্ধে গিয়ে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “আন্দোলন যা হবার হয়েছে, এখন সবাইকে নিরপেক্ষভাবে, স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। ভয় বা পক্ষপাত নয়, বরং সঠিকভাবে দায়িত্ব পালন করলেই কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।”

সোমবার (৩০ জুন) দুপুরে সচিবালয়ে অর্থ বিভাগের মনিটরিং সেলের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

পোর্ট বন্ধ করে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনকে “অগ্রহণযোগ্য” উল্লেখ করে উপদেষ্টা বলেন, “এতে দেশের অনেক ক্ষতি হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে।”

উল্লেখ্য, এনবিআর সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত ১২ মে থেকে আন্দোলনে নামে সংস্থাটির একটি অংশ। এর ফলে রাজস্ব আদায় কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়। তবে রোববার (২৯ জুন) রাতে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ পূর্বঘোষিত শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের বিনিময়ে কর ফাঁকির সুযোগ দেওয়ার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে। এ বিষয়ে ড. সালেহউদ্দিন বলেন, “সরকারের হস্তক্ষেপে নয়, দুদক স্বপ্রণোদিত হয়েই তদন্ত শুরু করেছে।”

তিনি আরও বলেন, “অনেকে টক শোতে বলেন, কিছুই হচ্ছে না। আমি তাদের বলব—দেখার মতো চোখ থাকতে হয়। শুধু অবকাঠামো নয়, অনলাইনে বহু সেবা চালু হয়েছে। বিশ্বব্যাংক কিংবা আইএমএফ সহায়তা দিলেই তা তাদের কথামতো চলছে—এমন নয়, বরং আমাদের প্রয়োজনে এগুলো বাস্তবায়িত হচ্ছে।”

অর্থ উপদেষ্টা তার বক্তব্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে এনবিআর সংস্কার কর্মসূচি কার্যকর করার ওপর জোর দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *