এনবিআরের অচলাবস্থা নিরসনে তিন সিদ্ধান্ত, ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি স্থগিত

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সংস্কার ও চেয়ারম্যানের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে চলমান অচলাবস্থা নিরসনে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে তিন দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি প্রত্যাহার, এনবিআর কর্মকর্তাদের সাম্প্রতিক বদলি আদেশ পুনর্বিবেচনা এবং তিন পক্ষের অংশগ্রহণে একটি আলোচনা সভা আয়োজন।

বৃহস্পতিবার (২৬ জুন) অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ঘোষিত শনিবারের ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি বাতিল করা হয় এবং সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দফতরে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।

শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এতে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান এবং সংস্থাটির ১৬ জন সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য আলোচনা সভায় সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামতের ভিত্তিতে ‘রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’-এ প্রয়োজনীয় সংশোধন এনে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে তা চূড়ান্ত করার বিষয়ে সরকার আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *