ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন: জ্বালানি বিভাগ

ঢাকা, ৪ জুন ২০২৫: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের দিনসহ এর আগে ৭ দিন ও পরে ৫ দিন—মোট ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বুধবার (৩ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে সড়কপথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও স্বাভাবিক রাখতে এবং যানবাহনের চলাচল নিশ্চিত করতে ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক চালু রাখতে হবে।

এ সিদ্ধান্ত আসে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায়। সভায় যাত্রী ও যানবাহনের চলাচল নির্বিঘ্ন করতে বিভিন্ন দিকনির্দেশনা গ্রহণ করা হয়।

এ নির্দেশনার ফলে সিএনজি ফিলিং স্টেশনগুলোর স্বাভাবিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না এবং ঈদের সময় যান চলাচল স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *