ইসরায়েল-ইরান যুদ্ধবিরতিতে কমেছে জ্বালানি তেলের দাম, বিনিয়োগ বাজারে স্বস্তি

ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমে গেছে। মঙ্গলবার (২০ জুন) ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি কমে ৬৮ ডলারে দাঁড়ায়, যা আগের তুলনায় প্রায় ৫ শতাংশ কম।

এর আগে, যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় এতে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছিল।

তবে যুদ্ধবিরতির খবরে বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তেলের দাম কমে আসায় বিনিয়োগকারীদের উদ্বেগও অনেকটাই হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

তারা বলছেন, “যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হলে এবং রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হলে জ্বালানি তেলের বাজার আরও স্থিতিশীল হবে।” পাশাপাশি তারা আশা প্রকাশ করেন, পরিস্থিতি স্বাভাবিক হলে বিশ্বব্যাপী জ্বালানি খাতে ইতিবাচক প্রভাব পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *